TMC News : গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই প্রকাশ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে হামলা ? কী জানালেন স্থানীয় ?
ABP Ananda LIVE : প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। মালদার পর এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালি। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। 'রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল'। ৩ বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায়, দাবি প্রত্যক্ষদর্শীদের। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক, আনা হচ্ছে কলকাতায়।গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা ? কী জানালেন স্থানীয় ?
WB News Live: মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদ থেকে ধৃত আব্দুল আলিম ও জবিদুল মোমিন। খুনের সঙ্গে ২ জনেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। ১৪ জানুয়ারি, কালিয়াচকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউল হককে। আক্রান্ত হন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই, তৃণমূলের প্রাক্তন প্রধান। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখ আগেই গ্রেফতার হয়েছে। এবার হায়দরাবাদ থেকে গ্রেফতার হল জাকিরের ছেলে আব্দুল আলিম-সহ ২ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা।


















