South 24 Parganas: ফের ভয়াবহ মৃত্যুর ঘটনা এবার দক্ষিণ ২৪পরগণার রায়দিঘিতে,ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত
ABP Ananda Live: ফের নৃশংস খুন এবার দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে। কুপিয়ে খুন করা হয়েছে নৃশংসভাবে। কুপিয়ে খুনের অভিযোগ উঠছে রায়দিঘির ঘটনা। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একটি চুরি ঘিরে সন্দেহের বশে খুন করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগ।
আর জি করকাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। প্রতিবাদী মানুষের রাস্তায় নামা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বললেন, কারও স্বাস্থ্য়, কারও আবার তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল, অভয়াকাণ্ডে সেগুলোই একসঙ্গে ফুটে উঠেছে। দলের একাংশের সমালোচনা করে সৌগত রায়ের মন্তব্য়, এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা ও পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে, কারণ 'অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্ট অ্যাবসোলিউটলি'। আন্দোলন যখন থাকে না, তখন কমিটমেন্ট কমে যায়। কারণ বই পড়িয়ে কিম্বা ক্লাস করিয়ে, তৃণমূল দল তৈরি করে না। আর কমিটমেন্ট না থাকার জন্য়ই, তখন লোকে পোস্ট কিম্বা পজিশন পেতে উদ্য়োগী হয়।