Jaynagar News:বালিকা মৃত্যুতে রাস্তা অবরোধ,পুলিশকে ধাওয়া।ফিরতে হল র্যাফকেও।লুকোতে হল পুলিশ কর্মীদের
ABP Ananda Live: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে জলাজমি থেকে মিলল দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত জয়নগরের মহিষমারি। রাস্তায় অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, তাড়া করলেন স্থানীয়রা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর স্থানীয়দের।
'আর জি কর করে দেব', এবার হুমকি তৃণমূল নেতার! হাওড়ায় রেড ক্রস সোসাইটিতেও তৃণমূল নেতার 'হুমকি'। হাসপাতালের পরিচালন কমিটির বেদখল হতেই 'হুমকি'। 'দলবল নিয়ে হাসপাতালে চড়াও হয়ে তৃণমূল নেতার হুমকি'। '১ অক্টোবর থেকে রেড ক্রস সোসাইটির হাসপাতালে নতুন পরিচালন কমিটি'। 'দলবল নিয়ে আর জি কর করে দেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা সুরজিৎ সাহা'। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের কর্মী-কো অর্ডিনেটরের। 'ভ্যাকসিনের জন্য হাজার টাকা চাওয়ার প্রতিবাদ করলে ধাক্কা মারা হয়'। হুমকির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল নেতা সুরজিৎ সাহার। 'হাওড়া রেড ক্রস সোসাইটিতে কমিটিতে বিজেপি ঘনিষ্ঠরা'। তার জেরেই হাসপাতালে গিয়ে তৃণমূল নেতার হুমকি বলে অভিযোগ। কমিটিতে এখনও আছি, হুমকি নিয়ে কিছু না জানার কথা বলে দাবি হাওড়া পুরসভার প্রশাসকের।