Kultali: উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় 'আক্রান্ত' পুলিশ
ABP Ananda LIVE: উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (north 24 parganas)কুলতলি। প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে যাওয়ায় 'আক্রান্ত' পুলিশ। পুলিশকে মারধর, গুলি চালানোর অভিযোগ। মূল অভিযুক্ত পলাতক, দুই মহিলাকে আটক করেছে কুলতলি থানার পুলিশ।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।