RG Kar Case: সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ CBI আদালত। ABP Ananda Live
সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আর জি কর-কাণ্ডের সুবিচার-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে, স্বাস্থ্য় ভবনের বাইরে সারারাতব্য়াপী অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছোলেন নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
আর জি কর-কাণ্ডের সুবিচার-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে, স্বাস্থ্য় ভবনের বাইরে সারারাতব্য়াপী অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছোলেন নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।