SSC News: 'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না', পোস্ট সৃজন ভট্টাচার্যের
ABP Ananda Live: 'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না'। সুপ্রিম কোর্টে এসএসসি-র ২০১৬ সালের পুর প্যানেল বাতিল নিয়ে পোস্ট সৃজন ভট্টাচার্যের।
'শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক...', চাকরি বাতিল-ইস্যুতে পোস্ট দেবাংশুর
সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। রায়ের প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। 'পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর, খুঁজেই যদি না পাই, তবে গর্দান নেব কীভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে।' দেবাংশুর পোস্টের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত।



















