SSC Case : 'কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা, নজর রাখা হবে' জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE: SSC-র ফলের পরও 'দাগি'দের উপর নজর থাকবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । 'কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা, নজর রাখা হবে' । 'সব দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে, পরীক্ষাও হয়েছে'। 'নভেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত SSC-র ফলপ্রকাশ' । 'রেজাল্টের পর সফলদের তালিকায় কেউ দাগি আছে কিনা জানাতে হবে'। SSC মামলার শুনানিতে কয়েকজন মামলাকারীকে নির্দেশ সর্বোচ্চ আদালতের। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।
আরও খবর...
আর এই খবর করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে বাধা পেল এবিপি আনন্দ। খবর কভার করতে গেলেই কয়েকদন লোক এসে প্রথমে ঢুকতে বাধা দেন। তারপর অকথ্য ভাষায় গালাগালি দেয় তারা। তারপর কেড়ে নেওয়ার চেষ্টা হয় বুম মাইক। তারপর গলায় ধাক্কা দেওয়া হয়। এরপর এবিপি আনন্দর প্রতিনিধিদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। গতকাল থেকেই ইডি এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে। আর প্রতিবারের মতোই পুঙ্খানুপুঙ্খ খবর করছে এবিপি আনন্দ। ED-র অভিযান চলাকালীন মেনগেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি ভিতরে ছিল ED-র গাড়ি, আচমকা ৩-৪ জন এসে ধাক্কা দেয়, ছবি তুলতে বাধা দেয়। প্রথমে গায়ে ও গলায় সজোরে ধাক্কা দেওয়া হয়। এরপর ছবি তুলতে বাধা দেওয়া হয়। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, ক্যামেরা ও বুম।



















