SSC Chairman : আগামীকালের পরীক্ষা কি দাগি-মুক্ত হবে? নিশ্চিত করতে পারল না SSC
ABP Ananda LIVE : আগামীকালের পরীক্ষা কি দাগি-মুক্ত হবে? নিশ্চিত করতে পারল না SSC, বারবার প্রশ্নের উত্তর এড়াল স্কুল সার্ভিস কমিশন। এই ধরনের প্রশ্নের উত্তর ১৪ তারিখের আগে দেব না, প্রতিক্রিয়া SSC চেয়ারম্যানের। এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। 'এরা কোন 'নয়নের মণি', যে 'দাগি'দের হয়ে সওয়াল করছেন অ্য়াডভোকেট জেনারেল!' গত বৃহস্পতিবার এই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন...
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে CBI
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে CBI, শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন CBI আধিকারিকরা। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান। শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলি গাজির বাড়িতে সিবিআই। শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার মিরের বাড়িতে সিবিআই, গোপন সূত্রে অভিযোগ পেয়ে এলাকায় CBI আধিকারিকরা।



















