SSC News:'নিয়োগ দুর্নীতির অঙ্কটা চার থেকে পাঁচ হাজার কোটি,' এবিপি আনন্দে বিস্ফোরক বাগ কমিটির আইনজীবী
ABP Ananda LIVE: 'নিয়োগ দুর্নীতির অঙ্কটা ৩ থেকে ৪ হাজার কোটি।' এবিপি আনন্দে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির আইনজীবী। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি তিন মাস তদন্ত করে শুধুমাত্র গ্রুপ সি, ও গ্রুপ ডি-তেই মেয়াদউত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়া এগারশো (১১০০) জনকে চিহ্নিত করেন। শিক্ষকদের তদন্ত শুরুর আগেই CBI-এর হাতে দায়িত্ব দেয় আদালত। বাগ কমিটির সদস্য আইনজীবী আরও জানিয়েছেন, RANK জাম্পিং, সই স্ক্যান করে রেখে প্রয়োজনমতো ব্যবহার, যে জেলার চাকরির জন্য আবেদন তার বদলে অন্য জেলায় বেআইনিভাবে নিয়োগ, এমনকী জেলা স্কুল পরিদর্শককে দিয়ে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল। এত রকমভাবে দুর্নীতি করে থাকলে 'দাগি' শিক্ষকের সংখ্যাটা কিছুতেই আঠারশো ছয় (১৮০৬) হতে পারে না, এবিপি আনন্দে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।




















