SSC News: বিধানসভা অভিযানে চাকরিহারা শিক্ষকরা | Teacher Protest | ABP Ananda Live
ABP Ananda Live: সোমবারই জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।চাকরিহারা শিক্ষকদের একাংশ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে চলেছেন চাকরিহারাদের অপর একটি প্রতিনিধি দল।
আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। ৩ চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।
'আমার বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। আর মামলা চলাকালীন যেন আর.জি কর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়', সওয়াল চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীর। পোস্টিং কি মেধা ভিত্তিক হয়? নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য', মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।





















