Recruitment Scam: এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত শুনানি, কী বললেন বিশেষ বেঞ্চ? | ABP Ananda LIVE
SSC Recruitment Scam: 'প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যাদের চাকরি, তাদের চাকরি থাকার প্রশ্নই নেই'। এসএসসি নিয়োগ মামলার (SSC Recruitment Scam) চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ। 'কোনও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে' । 'গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনও হার্ড ডিস্ক উদ্ধার হয়নি'। 'হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন ১ আধিকারিকের বাড়ি থেকে'। 'সিবিআই(CBI) যা বলছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে'। কম্পিউটার কোথায় গেল? বিশেষ বেঞ্চে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Klayan Banerjee) । আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? কল্যাণকে প্রশ্ন বিচারপতির। আমি সিবিআইয়ের নথি, তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'হার্ড ডিস্ক নিয়ে কোনও ফরেন্সিক বিশেষজ্ঞর কোনও মতামত নেই'। হার্ড ডিস্কে থাকা নথির গ্রহণযোগ্যতা কি? সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda LIVE