Sukanta Majumdar: 'মনে হচ্ছে ভারতের মধ্যে আলাদা আইন তৈরী হয়েছে', তীব্র আক্রমণ সুকান্তর।
Chopra News: চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মার তৃণমূলকর্মীর। গ্রেফতার তৃণমূল কর্মী। উত্তাল রাজ্য।সন্দেশখালি হোক বা চোপড়া, রাজ্যে মহিলারা অসুরক্ষিত, পোস্ট নাড্ডার। চোপড়ায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। তালিবানি বর্বরতা, গুণ্ডার মাধ্যমে বিচারের বুলডোজার, আক্রমণ সেলিমের। রোজের ঘটনা, প্রতিক্রিয়া কংগ্রেসের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কুণালের। চোপড়ায় নিগৃহীতাকে নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক। 'মনে হচ্ছে ভারতের মধ্যে আলাদা আইন তৈরী হয়েছে', তীব্র আক্রমণ সুকান্তর। এবার ঝাড়গ্রামে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি। রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে টোটোচালককে মারধর, রবিবার মৃত্যু। গ্রেফতার ২। হাসপাতালে ভর্তি মৃতের বন্ধু। হুগলির ধনেখালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ভরা বাজারের মধ্যেই বিজেপি নেতা সমীরণ মুর্মুর ওপর বাঁশ-রড নিয়ে চড়াও হয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম বিজেপির মণ্ডল সহ সভাপতিকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, লোকসভা ভোটে বিজেপি নেতার বুথে তারা ভাল ফল করায়, আক্রোশবশত এই হামলা। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বা শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। ABP Ananda Live