Ananda Sokal: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা 'গণতন্ত্র হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত বিজেপির।
ABP Anand Live: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা 'গণতন্ত্র হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত বিজেপির। রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা শুভেনদুর। দেশে গণতন্ত্র শেষ করেছে বিজেপি, পাল্টা ফিরহাদ। উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগ। অভিযোগ নিতে আজ থেকে পোর্টাল চালু, জানালেন শুভেনদু। চারটে আসনে হেরে মুখ লুকনোর জায়গা পাচ্ছে না বিজেপি, কটাক্ষ ফিরহাদের। ইসলামপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কি রাজনৈতিক কারণ? নাকি ঠিকাদারি নিয়ে গোলমাল? ধাবার সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েও এখনও কিনারা করতে পারেনি পুলিশ। ষড়যন্ত্র করেই খুন, অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার। ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে বিজেপির ধর্না কর্মসূচি। সেখানেই সজল ঘোষ থেকে কৌস্তভ বাগচীর মুখে শোনা গেল বদলার হুঁশিয়ারি। যদিও, উল্টো সুর শোনা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গলায়। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)