Suvendu Adhikari : ED তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তালিকা প্রকাশ শুভেন্দুর
ABP Ananda LIVE : আইপ্যাক কাণ্ডে সপ্তমে সংঘাত, কুণালের পর এবার বিস্ফোরক পোস্ট শুভেন্দুর। ED তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তালিকা প্রকাশ শুভেন্দুর । পুলিশ অফিসারদের নাম দিয়ে তালিকা প্রকাশ বিরোধী দলনেতার। 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন DC(SD) প্রিয়ব্রত রায়, DC(SB) শান্তনু সিন্হা বিশ্বাস'। 'শেক্সপিয়র সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইনস্পেক্টর বিজিতাস্য রাউত' । 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন SI রাহুল আমিন, SI সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়'। 'SI লীনা ভট্টাচার্য, ASI মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস'। 'পুলিশ অফিসারদের গ্যাং নিয়ে চড়াও হয়েছিলেন মুখ্যমন্ত্রী'। 'পুলিশ ওয়েলফেয়ার কমিটির লোকেরাও ছিলেন'। 'আইপ্যাকে ED তল্লাশি চলাকালীন নথি লুঠ'। 'অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড ও বরখাস্ত করা হোক'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনীতে পরিণত হয়েছে পুলিশ, পোস্ট শুভেন্দুর। ED তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তালিকা প্রকাশ শুভেন্দুর




















