Suvendu Adhikari: 'এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে', পোস্ট শুভেন্দুর
ABP Ananda LIVE: 'মেদিনীপুরের বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের' । 'এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, ২০২৩ সালেও একই ঘটনা' । ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য', পোস্ট শুভেন্দু অধিকারীর । 'বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না' । উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে', আক্রমণ শুভেন্দু অধিকারীর
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।



















