Suvendu Adhikari: তৃণমূলের নবজোয়ারকে ‘কাটমানির নবজোয়ার’ বলে কটাক্ষ শুভেন্দুর | ABP Ananda LIVE
Suvendu Adhikari: তৃণমূলের নবজোয়ারকে ‘কাটমানির নবজোয়ার’ বলে কটাক্ষ শুভেন্দুর। ‘ঢেউ তুলতে ব্যর্থ হয়েছে ভাইপোর নবজোয়ার’। ‘তাই পিসি পঞ্চায়েত স্তরের তোলামূল নেতাদের জন্য আসল নবজোয়ার করছেন’।কাটমানির নবজোয়ার, কটাক্ষ শুভেন্দুর। ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে দুর্নীতির অভিযোগ বিরোধী দলনেতার।‘অযোগ্যদের থেকে কাটমানি আদায় করে তাঁদের নাম প্রকল্পে ঢোকানোর চেষ্টা’। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে ১ লক্ষ ৬৬ হাজার ৪৫৩ জনের সুবিধা পাওয়ার কথা’। ‘ন্যাশনাল উইডো পেনশন স্কিমেও ৬৮ হাজার ৬৩০ জনের টাকা বরাদ্দ করা হয়েছে’। ‘কিন্তু তালিকায় অযোগ্যদের ঢোকাতে প্রচুর পরিমাণে কাটমানি তোলা হবে’। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর


















