Swargaram: উপনির্বাচনের আগে শিরোনামে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, প্রভাব ফেলবে ফলাফলে?
TMC Inner Clash: উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই । প্রচারের সময়ে উপপ্রধানের অনুগামী কামরুজ্জামান মণ্ডলের উপর হামলার অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, আহত কামরুজ্জামান বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতির অনুগামী তপন মণ্ডল। কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের।
বনগাঁয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা-সহ ৩। ধৃতদের মুক্তির দাবিতে অবরোধ। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ, রাস্তা অবরোধ। শ্লীলতাহানির অভিযোগে ধৃত লাল্টু বালা, বনগাঁর নীলদর্পণ ব্লকের টিএমসিপি নেতা। বনগাঁয় পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদ নেতার আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের। গতকাল রাতে বিসর্জনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ধৃত টিএমসিপি নেতার পরিবারের। 'ধৃতের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনও যোগ নেই'। আইন আইনের পথেই চলবে, মন্তব্য বনগাঁর টিএমসিপি সহ-সভাপতি সৌমেন সুতারের।