Tamluk News: টাকা নিয়ে সরকারি জল প্রকল্পের পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ। ABP Ananda Live
West Bengal News: টাকা নিয়ে সরকারি জল প্রকল্পের পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ। বিজেপি পরিচালিত তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সরব পঞ্চায়েত সমিতিরই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। অভিযোগ অস্বীকার করে দলীয় নতৃত্বে দিকেই আঙুল তুলেছেন অভিযুক্ত। গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল।
তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল স্বস্তি দিয়েছে। কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বের অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির। এবার টাকা নিয়ে সরকারি জল প্রকল্পের পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতিরই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। গত বছর পঞ্চায়েত নির্বাচনে তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি।
৩০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় ১৬টি আসন, তৃণমূল ১৩ ও সিপিএম পায় ১টি আসন। পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর দাবি, জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি পাম্প অপারেটরের এক একটি পোস্ট ৩ লক্ষ টাকায় বিক্রি করছেন।