Panchayat Election: ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের, হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ | ABP Ananda LIVE
ভোটের আগেই সন্ত্রাস, হাইকোর্টেও ধাক্কা রাজ্যের । হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ । 'ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাট নিয়ে কোর্টের নির্দেশের পরও মনোনয়নের ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ'
পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার । 'জায়গায় জায়গায় বোমাবাজি ও গুলির অভিযোগ, কী করছিল পুলিশ?' । প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার । 'ক্যানিং, মিনাখা, ভাঙড়, ন্যাজাট, জীবনতলায় মনোনয়নের জন্য কত পুলিশ মোতায়েন হয়েছিল?' । গন্ডগোলের আগে ও পরে কতজন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির । ১০ দিনের মধ্যে রাজ্যের হলফনামা তলব
সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ চাইল আদালত । ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ চাইল আদালত
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)