Sonarpur: সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালিপাচার চক্র, সারাদিনই চলছে বালি তোলার কাজ
ABP Ananda LIVE: সোনারপুরে ফের রমরমিয়ে চলছে বালিপাচার চক্র । সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রকাশ্য দিবালোকে চলছে বালিপাচার । সারাদিনই চলছে বালি তোলার কাজ
প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে হল ভোটাভুটি। বুধবার সকালে ১১ টা নাগাদ ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনা হয়। এবার INDIA জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। কিন্তু লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন এম বিড়লা । তারপর এনডিএ-র তরফে প্রধানমন্ত্রী যেমন ওম বিড়লাকে অভিনন্দন জানান, তেমনই তাঁকে শুভেচ্ছা জানান রাহুল। এদিন সংসদে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান লোকসভার বিরোধী দলনেতা। ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর দুজনের সৌজন্য বিনিময়ের দৃশ্য নজর কাড়ে সকলেরই । অতীতে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার দৃশ্য ভাইরাল হয়েছিল। আর এবার ফ্রেমবন্দি হল প্রধানমন্ত্রী ও বিরোধী দললেতার করমর্দনের মুহূর্ত। ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পরও রাহুলের কথায় ধরা পড়ল সৌজন্য। বললেন, 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করুন।'