এক্সপ্লোর
Nairobi Fly: এবার সিকিম ছাড়িয়ে পাহাড়েও নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। Bangla News
এবার সিকিম ছাড়িয়ে পাহাড়েও নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। পতঙ্গবিদদের আশঙ্কা, সমতলেও এই পোকার প্রকোপ দেখা দিতে পারে। বর্তমানে যে পরিবেশ, আবহাওয়া ও তাপমাত্রা রয়েছে, তা এই পোকার বেড়ে ওঠার পক্ষে অনুকূল। ঝোপঝাড়, আগাছার জঙ্গল-সহ বিভিন্ন জায়গায় নাইরোবি ফ্লাই থাকার সম্ভাবনা। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, কলকাতাতেও হানা দিয়েছে নাইরোবি ফ্লাই। আক্রান্ত রোগীরা চিকিত্সার জন্য আসছেন। বিশেষজ্ঞদের মত, বর্ষায় এই ধরনের পোকার উপদ্রব বাড়ে।
জেলার
পরীক্ষার ফলপ্রকাশের পর দাগিদের নিয়ে প্রশ্নের মুখে SSC,হাইকোর্টের পর একই নির্দেশ সুপ্রিম কোর্টেও
আরও দেখুন
Advertisement




















