Firhad Hakim:'ভোটের পর হিংসায় তৃণমূল কর্মী মারা গিয়েছেন,আমরা হিংসায় বিশ্বাস করি না',মন্তব্য ফিরহাদের
ABP Ananda LIVE: 'ভোটের পর হিংসায়(post poll violence) তৃণমূল(tmc) কর্মী মারা গিয়েছেন। বিজেপি-র (bjp)কে, কোথায় মারা গিয়েছেন? কিছু জায়গায় অশান্তি হতে পারে, সে সারাবছর চলে। আমরা হিংসায় বিশ্বাস করি না। ত্রিপুরার বিপ্লব দেব সন্ত্রাসের মাস্টার। ত্রিপুরায় বিরোধীদের মনোনয়নই দিতে দেয় না বিজেপি। এখানে বিপ্লবকে পাঠিয়ে নতুন নাটক করছে ওরা। কিছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং থাকবেন। দু'চারটে আসন যা পেয়েছে ওরা, বিধানসভায় শূন্য হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি', মন্তব্য ফিরহাদের(firhad hakim)।
ভোট (loksabhaelection 2024) পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক ? মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি (BJP News) কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে (CV Ananda Bose) গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার', বললেন সুকান্ত মজুমদার। রাজ্যে ভোটের পর একের পর এক হিংসার খবর। পরিস্থিতি খতিয়ে রাজ্যে আসছে বিজেপির ৪ সাংসদের কেন্দ্রীয় টিম। টিমে আছেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার। বসিরহাটে তৃণমূল ()TMC News) কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত শাসক কর্মীকে নিয়ে আসা হল আরজি করে। অস্ত্রোপচার করে বার করা হল গুলি। ABP Ananda Live