TMC Inner Clash: বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূল কাণ্ডে নয়া মোড়
ABP Ananda Live: বরানগরে প্রোমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূল কাণ্ডে নয়া মোড় । INTTUC সভাপতি ও যুব তৃণমূল কর্মীর বিবাদে পুলিশে অভিযোগ । বরানগর থানার দ্বারস্থ প্রোমোটার প্রণব দাস। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে বরানগর থানায় অভিযোগ দায়ের । শুক্রবার দলবল নিয়ে নির্মাণস্থলে চড়াও হন যুব তৃণমূল কর্মী রাহুল জানা, অভিযোগ প্রোমোটারের ।
তাঁর সঙ্গে কথা না বলে কাজ নয়, হুমকি দেন রাহুল জানা, অভিযোগ প্রোমোটারের । তোলাবাজির অভিযোগ অস্বীকার যুব তৃণমূল কর্মী রাহুল জানার । ওখানে জল খেতে গিয়েছিলেন, দাবি রাহুল জানার । বরানগরের গোপাললাল ঠাকুর রোডে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে । প্রকাশ্যে আসে বরানগর উত্তরের INTTUC সভাপতি শঙ্কর রাউত ও যুব তৃণমূল কর্মী রাহুল জানার সংঘাত । এরপরই সিসি ক্যামেরার ফুটেজ-সহ অভিযোগ দায়ের প্রোমোটারের।



















