![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC News : সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা জাতীয় কর্মসমিতির বৈঠকে? কী চলছে অন্দরে?
ABP Ananda LIVE : উপনির্বাচনে সিক্সারের পর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে ফিরলেন তৃণমূলনেত্রী, এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কালীঘাটে এলেন অনুব্রত মণ্ডল। জেলমুক্তির পর আজ নেত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। একাধিক পুরসভার চেয়ারম্য়ান ও ভাইস চেয়ারম্য়ানের রদবদল নিয়ে মমতাকে রিপোর্ট। অভিষেকের: তৃণমূল সূত্র। সুব্রত বক্সীও একটি রিপোর্ট জমা দিয়েছেন: তৃণমূল সূত্র। সিদ্ধান্ত না নিলেও, সাংগঠনিক কাঠামোয় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।
![West Bengal News: রোগী কল্যাণ সমিতি থেকে ছেঁটে ফেলা হল শান্তনু-সুদীপ্তকে | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/84e8cbe7488cd2d2bcdd090e4a0ab38c1733154783525968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG kar Doctor Death Case: মেডিক্যাল কউন্সিলে অবস্থানের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/63f137656adbf9515003b4786f8ed7c41733154328271968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: 'ওদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাই আজকের মিটিংয়ে ডাকা হয়েছিল', বললেন সুদীপ্ত রায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/c155b5d6c07e7ec44ef205d37c8ec8511733153429439968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG KarNews:'অভীক,বিরূপাক্ষকে কোনও নিয়ম আইন মেনে বহিষ্কার করা হয়নি',বললেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/31e8e3794faebc68df4f0e7fe01be4c41733152863198968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News:'উপযুক্ত প্রমাণ না থাকায় মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন অভীক-বিরূপাক্ষের : সুশান্ত রায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/02/ddff798b5bcc2bb69f4a4933fa8d853f1733151348565968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)