TMC News: বীরভূমে কেষ্ট আর নন জেলা সভাপতি! এবার শুধু কোর কমিটিতে
ABP Ananda Live: বীরভূমে কেষ্ট আর নন জেলা সভাপতি! এবার শুধু কোর কমিটিতে । ছাব্বিশের ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে তৃণমূলে রদবদল। বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা তৃণমূলের। বীরভূমে ৯জনের কোর কমিটিতে কেষ্ট, চেয়ারম্যান রইলেন আশিস ।
জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে: সংগ্রামী যৌথমঞ্চ
এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাটক করতে। আবার কোর্টে গেলে হেরে যাবেন। জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। সাংবাদিক বৈঠকে মন্তব্য সংগ্রামী যৌথমঞ্চের।
রক্তাক্ত হয়েও মামলার মুখে
পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। তাঁদের বিরুদ্ধেই মামলা রুজু করল পুলিশ। বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দেখানোয় সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধরের ধারা যোগ।


















