Kunal Ghosh : তৃণমূলে ফের কুণাল ঘোষ, সই করলেন রাজ্য সাধারণ সম্পাদক পদে। ABP Ananda Live
ABP Ananda Live: তৃণমূলের পদে ফিরলেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে সই করলেন কুণাল ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া স্মারকলিপিতে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দেখানো হল কুণালকে। মে দিবসে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে তাঁর প্রশংসা করায় পদ গিয়েছিল কুণাল ঘোষ । পারফরম্যান্সের ভিত্তিতেই পদ ফিরে পেলেন কুণাল, দাবি তৃণমূল সুত্রের।
আরও খবর, বনগাঁয় চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে বনগাঁ থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতার হাসপাতালে। ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিচালনার পিছনে ব্যবসায়িক শত্রুতা না অন্য কিছু, প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে পুলিশ। এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ। 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি', ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)