TMC News: জীবনকৃষ্ণ সাহার আরও কার্তি ফাঁস, ৭৫ জনের কাছে চাকরি বিক্রি ! ABP Ananda Live
ABP Ananda LIVE: এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্পত্তি ও নগদ মিলিয়ে ২৩৮ কোটি বাজেয়াপ্ত, আদালতে দাবি ED-র। নিয়োগ দুর্নীতিতে জেলে জীবন, অ্যাকাউন্টে 'দুর্নীতির কোটি টাকা'! নিয়োগ দুর্নীতির সময়েই সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে ১ কোটি ২০ লক্ষ! বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তাঁর স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন। ধাপে ধাপে ১ কোটি ২০ লক্ষ টাকা অ্যাকাউন্টে, উৎস কী? জেরার মুখে কিছু না জানার দাবি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার: ED সূত্র ।তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির ।জেরায় অসহযোগিতা, তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল চাইল ED? অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, কোর্টে সওয়াল ED-র: সূত্র।
জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির মধ্য়েই সামনে এল এক ভাইরাল ভিডিও। যেখানে তৃণমূল বিধায়কের সামনে বারবার টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন একজন। আর কার্যত নির্বিকার জীবনকৃষ্ণ! ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের ভিতর সোফার মধ্য়ে বসে রয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্টোদিকের ব্য়ক্তি সমানে তাঁর কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন। যাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে... সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন টাকা কোথায় পাব? সিবিআই-এর দাবি শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! একেক জনের থেকে একেক রকম অঙ্ক!



















