Mamata Banerjee: 'আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না', বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদে, সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। 'সব ধর্মের সবার আছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন'। 'ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না'। 'প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না'। 'মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি'। 'উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে'। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না, বার্তা মুখ্যমন্ত্রীর। 'যাঁরা উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব' । 'কিছু রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে'। তাদের প্ররোচনায় পা দেবেন না, শান্তি-সম্প্রীতি বজায় রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর।
'আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর। 'এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী', মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের। 'রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী বলছেন অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। BSF-কে ডাকা হয়েছিল, কিন্তু DM তাদের কাজ করতে দিচ্ছেন না', হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর।



















