Dengue News: শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট | ABP Ananda Live
ABP Ananda Live: শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট। ১২ ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে দু'হাজার। গ্রামাঞ্চলে ১২টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৯৭। উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার পরিসংখ্যানে উদ্বেগের চিহ্ন। বিধাননগর পুর-এলাকায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এখানে মোট ৩৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে নৈহাটি পুরসভা, আক্রান্তের সংখ্যা ২৫২। নৈহাটির পাশে ভাটপাড়া পুরসভা এলাকায় দেড়শো জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দুই পুরসভারই দাবি, ডেঙ্গি মোকাবিলায় কাজ চলছে।
আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।