Fake Medicine : রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ। Medicine Scam
ABP Ananda LIVE : রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ।রাজ্যের ৫১ টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল। সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের।সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ।৫১টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ।সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে।৫১ টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও এলার্জির ওষুধ।
'ভার্গবাস্ত্র', ড্রোন হামলা রুখতে আরও সক্রিয় ভারত, সঠিক নিশানায় আঘাত হবে একদম নিখুঁত ভাবে
ভারতের আকাশ সীমানায় ড্রোন আক্রমণ রুখতে আরও মজবুত হল দেশে এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন একটি কাউন্টার ড্রোন সিস্টেমের সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সম্প্রতি। এর খরচ তুলনায় অনেক কম। নাম 'ভার্গবাস্ত্র'। কম খরচের এই কাউন্টার ড্রোন সিস্টেম নির্মাণ করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (এসডিএএল)। বিগত কয়েকদিনে পাকিস্তানের তরফে কাধিকবার ড্রোন হামলার সম্মুখীন হয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোন প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স। দেশের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষয়ক্ষতি করতে পারেনি এইসব ড্রোন। তবে ভবিষ্যতের জন্য আরও সতর্ক হতে চায় ভারত। আর সেই জন্য ভার্গবাস্ত্র তৈরি করা হয়েছে। 'হার্ড কিল' মোডের এই কাউন্টার-ড্রোন সিস্টেম ডিজাইন করা হয়েছে ভারতের আকাশ সীমান্ত আরও সুরক্ষিত রাখার জন্য। শত্রুপক্ষের তরফে ড্রোন হামলা হলে, ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও সেগুলিকে প্রতিহত করার ক্ষমতা রাখে এই 'ভার্গবাস্ত্র'।


















