West Bengal News: ফের আক্রান্ত প্রতিবাদী, এন্টালি, লেকটাউনের পর আড়িয়াদহ
ABP Ananda Live:ফের আক্রান্ত প্রতিবাদী। এন্টালি, লেকটাউনের পর আড়িয়াদহ। কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ও তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।
আরও খবর, গড়িয়ার নবগ্রামে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ। ভেঙে যায় দোতলা বাড়ির জানলার কাচ। রাজপুর-সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, গতকাল বিসর্জনের শোভাযাত্রা থেকে বোমা জাতীয় কিছু ছোড়া হয়। তার জেরে জানলার কাচ ভেঙে পড়ার পাশাপাশি কেঁপে ওঠে গোটা বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দড়ি ও সুতলি উদ্ধার করে। অভিযোগকারীর দাবি, খোঁজ নিয়ে ক্লাবের নাম জানাতে বলে চলে যায় পুলিশ। পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়।


















