WB News: তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় হত্যায় ফের চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda Live: তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে চাঞ্চল্যকর তথ্য। তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের পর ফের খুন! একমাসে তবলা বাদক-সহ ৫ জনকে খুন! জেরায় স্বীকার ধৃত বিশেষভাবে সক্ষম সিরিয়াল কিলারের । ২৪ অক্টোবর: পুণে-কন্যাকুমারী এক্সপ্রেসে প্রথম খুন। ২৫ অক্টোবর: ম্যাঙ্গালোরে দ্বিতীয় খুন। ১৪ নভেম্বর: ভালসাদে ছাত্রীকে খুন-ধর্ষণ। ১৮ নভেম্বর: কাটিহার এক্সপ্রেসে বালির তবলা বাদককে খুন। ২৪ নভেম্বর: তবলা বাদক খুনের পর সেকেন্দরাবাদে পঞ্চম খুন। গুজরাত থেকে গ্রেফতার করা হয় সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলুকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল ফোন।
আরও খবর, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Arrested) ঘিরে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Violence)। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ। হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে, কলকাতায় গর্জে ওঠে সনাতনী সমাজ। এদিকে আজ কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই প্রতিবাদ মিছিলের মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ