![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ghatal News: ঘটালে নিকাশি নালা বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে
ABP Ananda Live: ঘটালে নিকাশি নালা বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে। ঘটল পুরসভার ১ নং ওয়ার্ডের সুখচন্দ্রপুরে ঘটেছে এই ঘটনা। ঘাটাল শহরে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি জেলা তৃণমূলের।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।
![Ghatal News: ঘটালে নিকাশি নালা বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/ebef4a1fdb89f1fc7693a21914e0911e1732244198852535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Chhaya Prakashani: ছায়ার মতো রয়েছে ছায়া প্রকাশনী। এই বার্তাকে সামনে রেখেই স্কুলপড়ুয়াদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল সংস্থা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/5d8b5202749f536df8612d2b1ebeaa7b1732243624645968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB News: বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর গর্ভে বেআইনি নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের হইচইয়ে টনক নড়ল পুরসভার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/f6ebe34bb20af97615e537ae824520fa1732243470252535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: স্থানীয় মানুষের বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/f299b2f1ef21f5c0962c56c03be2ae8a1732243176850968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC: পার্টি অফিসের দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত, উত্তপ্ত শান্তিনিকেতনের শ্রীনিকেতনে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/fc5f574832b8be58804aeea9818fa7471732242518342535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)