TMC News : ৩ দিনে ৩ জেলায়, তৃণমূলের ৩ নেতাকর্মী হত্যা ! ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ৩ দিনে ৩ জেলায়, তৃণমূলের ৩ নেতাকর্মী খুন! ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া। বাইক থামিয়ে অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু। সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে খুন করেছে একজনই। তাঁর কাছেই এসেছিলেন অঞ্চল সভাপতি। বাড়ি থেকে বেরোতেই গুলি। পুলিশের কাছে দাবি আটক মহিলার। সাঁইথিয়ায় কেন খুন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ? বিস্ফোরক অভিযোগ নিহতের স্ত্রীর। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অবশেষে গ্রেফতার।৩ দিনের মাথায় জালে দলেরই নেতা মোফাজ্জল মোল্লা। খুনের মাস্টারমাইন্ড ধৃত মোফাজ্জলই। দাবি পুলিশ সূত্রে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের সময়ে ও খুনের পর ঘটনাস্থলেই ছিলেন ধৃত মোফাজ্জল। তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পিছনেই দাঁড়িয়েছিলেন। ভাইরাল ভিডিও। মালদায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৪ তৃণমূল কর্মী। জালে এক পঞ্চায়েত সদস্য-সহ ৪ তৃণমূল কর্মী। ১০ জুলাই জন্মদিনের পার্টিতে খুন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ।



















