WB SIR : বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, দার্জিলিং-জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক : CEO
ABP Ananda Live: বিহারের পর এবার বাংলায় SIR-প্রস্তুতি, শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং । ১৫ অক্টোবের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড: CEO। 'ত্রাণের কাজে সরকারি আধিকারিকরা, তাই দেরি দার্জিলিং-জলপাইগুড়িতে'। দার্জিলিং-জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা: সূত্র। 'সীমান্তবর্তী জেলার থেকে বাকি জেলার ভোটার লিস্ট ম্যাপিংয়ে ফারাক'। 'বাঁকুড়া-ঝাড়গ্রামের সঙ্গে ম্যাপিংয়ে ৬৫ থেকে ৭০ শতাংশ মিল'। সীমান্তবর্তী জেলার সঙ্গে ম্যাপিংয়ে মিল ৫০-৫৫ শতাংশ: সূত্র।
Durgapur Molestation Case: 'মুখ্যমন্ত্রী এই গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন' ! আক্রমণ বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের। এদিন তিনি বলেন, এক দলিত বাচ্চার গণধর্ষণ হয়েছে। সে প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্রী। সে সন্ধ্যায় সাড়ে ৮ টা নাগাদ বাইরে বেরিয়েছিল। মনেহয়, ডিনারে যাবার পরিকল্পনা ছিল ওই ছাত্রীটির। এবং ৪ জন তাঁর সঙ্গে দুষ্কর্মে লিপ্ত হয়। এতটাই ঘৃণার কাজ করেছে, যাতে যেকেউই শিউরে উঠবে।'


















