Midnapore News: মেদিনীপুরে বামপন্থী ছাত্র যুবদের জেলাশাসকের দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার
ABP Ananda Live: দুর্নীতি, সরকারি শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ। মেদিনীপুরে বামপন্থী ছাত্র যুবদের জেলাশাসকের দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ এসএফআই-ডিওয়াইএফআইয়ের। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল করে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ। পুলিশ বাধা দিলে বামপন্থী ছাত্র-যুবদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। পরে জেলাশাসককে ডেপুটেশন এসএফআই-ডিওয়াইএফআইয়ের।
একসময় গ্রেফতার হয়েছিলেন যাদবপুরের এই প্রাক্তনী, এবার স্পেনে ফেরার আগে অনামিকার রহস্যমৃত্যু নিয়ে কী বললেন হিন্দোল মজুমদার ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। কদিন আগে, যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়েরই প্রাক্তনী এবং স্পেন-ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারের গ্রেফতারির ঘটনাতেও বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর, বাঙালি গবেষক সোমবার ফের রওনা দিলেন স্পেনের উদ্দেশে। যাওয়ার আগে যাদবপুরের তৃতীয় বর্ষের ইংরেজি পড়ুয়া অনামিকা মণ্ডলের রহস্য়মৃত্য়ু নিয়ে মুখ খুললেন তিনি!
গবেষক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার বলেন,' ছাত্রী মৃত্যুর ঘটনা মর্মান্তিক, তদন্ত হওয়া উচিত। 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় , স্পেনে গবেষণারত, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে ধরতে 'লুক আউট নোটিস' জারি করেছিল পুলিশ। তার ফলে স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেফতার করা হয়। এই বাঙালি গবেষককে আদালতে কুখ্য়াত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা করেন সরকারি আইনজীবী!


















