Locket Chatterjee: বাকিবুরের গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন লকেট চট্টোপাধ্য়ায়? ABP Ananda Live
Bakibur Arrest: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুরের (Bakibur) হোটেলের হদিশ। চিনার পার্কে মন্ত্রী 'ঘনিষ্ঠ' বাকিবুর রহমানের (Bakibur Rahaman) হোটেলের খোঁজ। শুধু কলকাতা (Kolkata) নয়, বেঙ্গালুরুতেও (Bangaluru) রয়েছে বাকিবুরের হোটেল, ইডি (ED) সূত্রে দাবি। কৈখালিতে (Kaikhali) রয়েছে বাকিবুরের ফ্ল্য়াট ও পানশালা। পোর্শে থেকে বিএমডব্লু, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক বাকিবুর, ইডি সূত্রে দাবি। চালকল-গমকল থেকে পানশালা, হোটেল, বিপুল সম্পত্তির উৎস কী? নেপথ্যে প্রভাবশালী যোগ? খতিয়ে দেখছে ইডি। 'রেশন ডিস্ট্রিবিউটাররা আটার বরাত দিতেন বাকিবুরের গমের মিলে' ,'গম ভাঙিয়ে সেখান থেকে আটা ফিরত কম পরিমাণে' ,বাকি আটা খোলা বাজারে হত বিক্রি, ইডি সূত্রে দাবি।
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)