এক্সপ্লোর
Dev: '৩১ ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ হবে', দেবের সমর্থনে প্রচারে গিয়ে আশ্বাস অভিষেকের
ABP Ananda LIVE: ৩১ ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ হবে, দেবের সমর্থনে প্রচারে গিয়ে আশ্বাস অভিষেকের (Abhishek banerjee)।'ঘাটাল(Ghatal) মাস্টারপ্ল্যানের ৬০ শতাংশ টাকা কেন দেয়নি কেন্দ্র ?' 'উত্তর কলকাতায়(North Kolkata) বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছিল বিজেপি'(BJP)। 'অমিত শাহের (Amit Shah)নেতৃত্বে ভাঙা হয়েছিল মূর্তি, এইজন্যই বিজেপিকে বাংলা বিরোধী বলি'। 'দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির কৃষকদের চোখে জল কেন ?' 'প্রধানমন্ত্রী বারবার কৃষক উন্নতির কথা বলেন, কেন কৃষকদের চোখে জল ?' 'ফেব্রুয়ারি মাসে আমার সঙ্গে দেখা করতে এসেছিল অভিমানী দেব'।
আরও দেখুন






















