এক্সপ্লোর
Aparupa Poddar: 'তৃণমূলে ফিরতে চেয়েছিলেন সৌমিত্র, অভিষেক দরজা খোলেননি', সৌমিত্রকে নিশানা অপরূপার
অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি তোলায় সৌমিত্রকে নিশানা অপরূপার। বিচারব্যবস্থাকে আক্রমণের জেরে অভিষেকের গ্রেফতারির দাবি তোলেন সৌমিত্র খাঁ। অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদ। পাল্টা বিজেপিকে নিশানা করে ট্যুইট অপরূপা পোদ্দারের। 'অভিষেকের বক্তব্যকে ১০০% সমর্থন করছি, হাইকোর্টকে রাজনীতি করার ক্লাব বানিয়ে ফেলেছে বিজেপি, তৃণমূলে ফিরতে চেয়েছিলেন সৌমিত্র, অভিষেক দরজা খোলেননি।' অভিষেকের ওপর ব্যক্তিগত রাগ রয়েছে সৌমিত্র, দাবি অপরূপার।
আরও দেখুন






















