TMC Attack Rekha Patra:বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল।ABP Ananda Live
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করল তৃণমূল। সন্দেশখালির আন্দোলনকারী রেখা ভণ্ডামি করছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও দিল্লির জমিদারদের সঙ্গে জুড়ে গিয়েছেন, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, পরের বার রেখাকে ফোন করবেন, ওঁর স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারে খোঁজ নিতে ভুলবেন না। তাহলে আপনি বুঝতে পারবেন তৃণমূল নেতৃত্বের ব্রেনচাইল্ড স্বাস্থ্য সাথী কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়িয়ে গেছে। এক্স হ্যান্ডলে কটাক্ষ তৃণমূলের। এর পাশাপাশি, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও। তাঁর দাবি, বিজেপি প্রার্থী রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী। সেই সংক্রান্ত নথি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
![TMC News: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/6a0ea69c0a9bd76746807a94a796e11e1732511851277535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)