এক্সপ্লোর
Panchayat Election :কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দুর মন্তব্যে পাল্টা চন্দ্রিমা | ABP Ananda Live
WB Panchayat Election 2023 : রাজ্যে একুশের বিধানসভায় (West Bengal Assembly Election) দীর্ঘ দফার ভোটে সরব ছিল শাসক দল (TMC)। কিন্তু উপনির্বাচনগুলিতেই (BY Election) দেখা গিয়েছিল উলটপুরাণ। যেখানে একদফাতেই একের পর এক কেন্দ্রে হয়েছিল ভোট। যা নিয়ে সেবার আপত্তি ছিল গেরুয়া শিবিরের (BJP)। আশঙ্কা ছিল জয়ের প্রভাব পড়বে পরের ভোটেও। শেষমেষ বিপুল জয় এসেছিল শাসক শিবিরে। এদিকে এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Polls) আগে পট বদল পশ্চিমবঙ্গে (West Bengal)। এক দফায় নয়, এদিন একাধিক দফায় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) চান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ABP Ananda LIVE
আরও দেখুন






















