Dilip Ghosh: দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ। ABP Ananda Live
West Bengal News: দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে (Sisir Adhikari) যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন?', 'আমার ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে, অসংসদীয় হলে আমি দুঃখিত', 'যে ভনিতা করে, অন্যায় করে, আমি তার প্রতিবাদ করি', 'মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই', কিন্তু মুখ্যমন্ত্রী যে ভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি', 'কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন', 'শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই?', 'শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?', 'কথায় কথায় মহিলা কার্ড খেলার প্রতিবাদ করেছিলাম', দলের শোকজ প্রসঙ্গে মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। ABP Ananda Live






















