এক্সপ্লোর
Panchayat Election: বীরভূমে ব্যতিক্রমী ছবি, ইশারায় কাস্তে-হাতুড়ি-তারায় ভোট চাইছেন মূক-বধির প্রার্থী
WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় সন্ত্রাস! ১৬ দিনে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে! দিকে দিকে বোমা উদ্ধার। আক্রান্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা। ঘরে ঘরে কান্নার শব্দ। সেই সঙ্গে বিরুদ্ধ দলগুলিকে আক্রমণ করে নেতানেত্রীদের মুখে কুকথার তোড়। তর্জন-গর্জন-হুঙ্কার। এরই মধ্যে ব্যতিক্রমী ছবি ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামপঞ্চায়েতে। সেখানে নীরবে প্রচার করছেন সিপিআইএম (CPM) প্রার্থী ঝর্ণা মণ্ডল। ভরসা ইশারা। ABP Ananda LIVE
আরও দেখুন






















