এক্সপ্লোর
Ghatal TMC News: ভোট শেষের আগেই ঘাটালে উড়ল সবুজ আবির, দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের
ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে বিজয়োৎসব তৃণমূলের। সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের।
এক নজরে ঘাটালের ভোট-
পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-তৃণমূল কংগ্রেসের সেটিং, একসঙ্গে নেমেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের।
ভোট চলাকালীন হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা DG CRPF-এর। তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলালেন ঘাটালের বিজেপি প্রার্থী। সমস্যা আছে, QRT-র দেখা নেই। DG CRPF-কে জানালেন হিরণের নিরাপত্তা রক্ষীরা।
আরও দেখুন






















