Narendra Modi: 'রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে, তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস', আক্রমণ মোদির
ABP Ananda LIVE: 'রামনবমী (Ram Navami) পালনের জন্য অনুমতি দেওয়া হয় না, আদালতে যেতে হয়'। 'রামনবমীর মিছিলে যাঁরা পাথর ফেলে, তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রস'(TMC)। 'বাংলার (West Bnegal)মানুষকে ভোট দিতে দেয় না তৃণমূল সরকার'(TMC)। 'বিভাজনের রাজনীতির জন্য মানুষকে নাগরিকত্ব দিতে চায় না তৃণমূল কংগ্রেস'। 'বাংলাদেশি, রোহিঙ্গাদের সংরক্ষণ দেয় তৃণমূল কংগ্রেস'। 'ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যতকে '। 'বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, সন্দেশখালির ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে'। 'তৃণমূল প্রকাশ্যে অত্যাচার করেছে'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















