এক্সপ্লোর
Narendra Modi: কাল মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীতে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi Video: বিহারে পটনাসাহিবে প্রধানমন্ত্রী(narendra modi)। গুরুদ্বারে গিয়ে ভক্তদের জন্য রান্না করলেন। রান্নার ফাঁকে রুটিও বেললেন মোদি। রান্নার শেষে সবাইকে একদফা প্রসাদ পরিবেশন করলেন নরেন্দ্র মোদি। গুরদোয়ারায় হাজির ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ও করলেন প্রধানমন্ত্রী। আজ বিহারের তিন জায়গায় জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। কাল বারাণসী (Varanashi)কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করবেন নরেন্দ্র মোদি।
আরও দেখুন






















