![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Loksabha Election 2024: চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ | ABP Ananda LIVE
আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোণায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
ধনেখালিতে তৃণমূলের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে চোর, গো ব্যাক স্লোগান। পাল্টা বুথ জ্যামের অভিযোগ লকেট চট্টোপাধ্যায়।
ব্যারাকপুর লোকসভার আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক পুলিশের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনীকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যৌন পল্লিতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বেলাগাম কল্যাণ।
![TMC News: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/6a0ea69c0a9bd76746807a94a796e11e1732511851277535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)