Dilip Ghosh: 'বিশ্বকাপ জেতা যায়, নির্বাচন জেতা যায় না, এটা খুব কঠিন', আক্রমণ দিলীপের
ABP Ananda LIVE: 'টেনশন আর দিলীপ ঘোষ (Dilip Ghosh)দুটো আলাদা জিনিস, কখনও দুশ্চিন্তা করতে দেখেছেন আমাকে। তৃণমূলের (tmc)লোকেরা ভয়ে আছে। ওরা বুঝেই গেছে রেজাল্ট কী হতে চলেছে। যেদিন এসেছিলাম সেদিন থেকেই নিজের ওপর বিশ্বাস রেখেছি। পুরো নির্বাচনের প্রচারেও মানুষকে দেখেছি', মন্তব্য দিলীপের।
আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে এবার। মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত যাবে কোথায় মিশে? আসছে কারা, কারাই বা যায়? গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)