Chok Bhanga Chota: ভোট-পরবর্তী সন্ত্রাস, হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য সরকার। ABP Ananda Live
Post Poll Violence: ভোট-পরবর্তী সন্ত্রাস, হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য সরকার। '৬ জুন থেকে ৭দিনেই ডিজিপির কাছে ইমেলে ৫৬০টি অভিযোগ'। 'ডিজির কাছে জমা পড়া অভিযোগ থেকে ১০৭টিতে FIR'। '৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি' '১১৪টি ক্ষেত্রে অনুসন্ধান করে কোন অপরাধ খুঁজে পাওয়া যায়নি'। '১৮টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়'। '৮৮টি অভিযোগ একই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বার দায়ের'। '৩টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর কোনও ঠিকানা নেই'। '১৩৮টি অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ'। ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে রিপোর্টে হাইকোর্টে জানাল রাজ্য। ঘরছাড়া বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়ল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। আজ ডায়মন্ড হারবার লোকসভার ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন চার সদস্য। পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, আমতলার ঘোষপাড়ায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা ঘরছাড়া কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। কেন দেখা না করে চলে যাচ্ছেন, সেই প্রশ্ন তোলেন পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া কর্মীরা। অগ্নিমিত্রা পালের কাছেও অভিযোগ জানান তাঁরা। মিনিট দশেক ধরে আটকে ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। অভিযোগ শোনার আশ্বাস দেওয়ায় অবশেষে তাঁরা ছাড়া পান। ABP Ananda live