MHC slams ECI: 'TMC-র বক্তব্য ও মাদ্রাজ হাইকোর্টের রায় প্রায় একই সুরে বাঁধা', অভিযোগ শমীকের
করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court)। আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "ব্রাজিল, জার্মানি, হল্যান্ড, লন্ডন, মহারাষ্ট্র পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ডে ভোট হচ্ছে। এই ধরনের মন্তব্য সামগ্রিক বিচার বিভাগের উপরে কালিমালিপ্ত করেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য ও মাদ্রাজ হাইকোর্টের রায় প্রায় একই সুরে বাঁধা আছে। এটার তদন্ত হওয়া উচিত। মানুষের জন্য আদালত, আদালতের জন্য মানুষ নয়। গণতন্ত্রের স্থান সবার উপরে, গণতন্ত্রেরই জয় হবে।"






















